এসে দ্যাখো তুমি,
এখানটায় সীমাহীন এক পৌরুষের অগ্নিকান্ড।
না না, তোমায় বলছি না নিয়ে আসতে জল,
অগ্নি নির্বাপনে।
বলছি কিছুটা নিয়ে আসতে প্রেম।
যে প্রেম দাহ্য, জ্বলে তুলকালাম;
পুড়ে সমগ্র।
পৌরুষের এই অগ্নি বড্ড তেজস্ক্রিয়হীন,
একলা দহনে।
সময়ের তীব্র ঘনত্বে,
এ শিখা অপ্রাঞ্জল; নিষ্প্রভ ক্ষয়ে ক্ষয়ে।
এসো তুমি, একটু তোমার অনলে ছোঁয়াও আমায়।
দ্যাখো, কতটা শুদ্ধ হয়ে উঠি,
তোমার বিন্দুভর সংস্পর্শে।
এসো ছোঁও আমায়,
পোড়াও অবিরাম অবিশ্রান্ত, অনন্ত অনাবিল।
আমি একলা দহনে অভ্যস্ত নিদারুণ,
দ্বিধাহীন চিত্তে করো স্পর্শ।
দাও ইঞ্চি ইঞ্চি দগ্ধিত প্রেম;
জ্বালাও পরিশুদ্ধতায়।
তোমার টলমলে ওই প্রেমস্ফুলিঙ্গতো
কেবল পোড়াতেই জানে,
গড়তে নয়।
এসো, জড়ো হও আমাতে; অন্তর আত্মায়,
অন্তহীন বিরহের দাবানল পুষে,
অনাবৃত এক জ্বালামুখ নিয়ে।
এবং করে দাও অনির্বাণ আমায়,
ওই অনলের করতলে; আমি পোড়াবো পৌরুষত্ব নিশ্চুপে।


রচনাকাল-
2016.Mar.30_01.40 রজনী।
বাহারছড়া, কক্ִসবাজার।