কী নিরূত্তর রূঢ় তুমি!
যেনো সদ্য ফুঁটে আছো সুকঠিন পাথুরে পুষ্প।
প্রত্যুত্তরের বিপ্রতীপে নৈঃশব্দের অতলে,
যেনো স্বগর্বে লুটিয়ে পড়ো সুখ্যাত অভিনেত্রী।
এ ক্যামন কৃত্রিম নিস্তব্ধতা বলো তোমাতে,
বলো এ কিসের নিবিড় জড়তায় বিমুখ শব্দাওয়াজে!


জানো,
ও নীরবতায় সুতীক্ষ্নে বিঁধে আছে এ হৃৎপিন্ড;
ব্যাকুল বিবাগে যে চূর্ণ করে ওই অরবতার ঢাল।


তুমি জেগে উঠলেই স্বরবতায় মুখরিত হয় নিসর্গ,
তুমি ঠোঁট ছোঁয়ালেই প্রস্ফুটিত হয় ক্ষৌণীর উচ্ছ্বলতা।


অথচ,
কী নিরূত্তর রূঢ় তুমি!
যেনো সদ্য ফুঁটে আছো সুকঠিন পাথুরে পুষ্প।


রচনাকাল-
2016.May.24_03.55 প্রভাত।
জাফরান, বাহারছড়া, কক্ִসবাজার।