পাশকেটে উড়ে যাচ্ছে আমাদের কথোপকোথন,
শয় শয় কাঁচভাঙ্গার আওয়াজ করে ঢুকছে বিরহ।


এরকম সহস্রশত বিরহ জমে জমে;
হয়ে উঠছে আঁধার স্তুপ,
যে আঁধারপুঞ্জী বুকে পুষে পৃথিবী;
নাম দেয় রাত্রি।


আমাদের সংলাপ এখন বিবর্ণ সন্ত্রাস,
যাকে ছুঁয়ে ছুঁয়েই উৎপন্ন হচ্ছে রূঢ় বিরহরাত।


আমি এতোদিন লিখেছিলাম সোনালী সন্ত্রাস,
যে সন্ত্রাসের উপমা কেবলই নিদারুণ প্রেম।


অতঃপর,
সন্ত্রাসে সন্ত্রাসে আত্মযুদ্ধে বেড়ে চলছে,
রঙের নিদারুণ অগ্নিসমর।
যে সমরে সোনালী রঙ ভষ্মে; বিবর্ণতা বীরবিক্রম।


এবং,
ভীতসন্ত্রস্ত কলমের পথে পথে জন্মায় বর্ণহীন দোয়াত; যা,
রাজকীয় কায়দায় লুফে নিচ্ছে অজস্র প্রেমের টাটকা পংক্তি।


রচনাকাল-
2016.Sep.13_03.15 রজনী।
খরুলিয়া, কক্ִসবাজার।