অতি মাত্রায় তীব্র এক গন্ধ ভেসে আসছে;
সমুদ্র পাতালের অতল গহীন থেকে—


নীলচে তরঙ্গে সদা চিকচিক উপকূল;
বাসন কোসন ভর্তি স্নানের প্রসাধনী—


অবিরাম এক মাতাল করা গন্ধ ক্রমশই বিরাজমান;
উত্তাল জল জননীর প্রশস্ত বক্ষে গন্ধের গণজোয়ার—


উপচে পড়া টইটুম্বুর যৌবন আজ বিবস্ত্র;
নিঃসৃত প্রকট ভালবাসার অন্তঃসার দূর গাঙ্গে সমর্পন—


আমি হাজারও ক্রোশ দূরে তার গন্ধে বিভোর;
পৌঁছাতে হবে অনতিবিলম্বে রূপসীর ঘাটে—


গগন ডানা আজ বাষ্পের পালকে ঠাসা নীরদ দেহ;
যেন কোন এক প্রত্যাশিত কামনার অঝোর বৃষ্টির সমাগম—
▪     ▪     ▪


রচনাকাল …
05.10.2013
14.30