নেই
তোমার আর কোন স্মৃতিই অবশিষ্ট নেই


নির্দ্দায় সব ধুয়ে মুছে ফেলেছি;
সমুদ্রের ঐ নোনতা জলের স্রোতের ধারায়


তবুও কেমন যেন এ মনের পৃষ্ঠার অমলিন ভাঁজে রয়ে গেছো তুমি;
যা একটু একটু যা বহু চেষ্টার পরও নিশ্চিহ্ন করতে পারিনি


প্রেম সে'তো হৃদয় মন্দিরে  আসন করে নিয়েছে;
এক নিদারুণ  মোহে


সেবার থেকে আর পিছু ফিরেনি প্রায় অস্তিত্বহীন ঐ স্মৃতিগুলো;
অক্ষমতার ধুম্রজালে কেবল পড়েই আছে বহুকাল ধরে


তোমাকে আর চাইবোনা একটুও
বলবোনা কোন কথা
লিখবোনা কোন কবিতা
জন্ম দেবোনা কোন রচনা


আমার উত্তাল বিস্মৃতির ধরায় তুমি মিশে গেছো অস্পষ্ট আকৃতিই;
যেখানে তোমায় খুঁজে পাওয়া দূর্লভ


তুমি নেই
নিশ্চিহ্ন তুমি আমার মননে;
আমার জীবনে নেই কোন তোমার জীবন…
▪     ▪     ▪


রচনাকাল …
08.10.2013
02.30 AM