মেঘের পরতে পরতে;
উপচে পড়া প্রেমের ঠাসাঠাসি


নিশ্ছিদ্র ধারায় কেবল বেয়েই পড়ছে;
বাঁধহীনতায় অবিরাম


নিশির স্বভাবজাত নিশ্চুপতা ভেঙ্গে;
ক্রমেই রিমঝিম করে যাচ্ছে অভিমানী প্রেম


আর তাই বিলীন হচ্ছে রজনীর নিস্তব্ধতা;
টুপটাপ মাতাল ছন্দে


সব'টা স্বপ্ন আজ খুব করে নিমজ্জিত;
অসীম ঐ জল কণিকায়


অবলীলায় স্পন্দন ভেসে যাচ্ছে;
প্রতীতির দূর অজানায়
▪     ▪     ▪


রচনাকাল …
28.Jun.2013
04.20 AM