কোলাহল শূণ্য থমথমে নক্তের চারিদার—
যেন মলিনতা ক্রমশই প্রাণের উৎস খুঁজে পাচ্ছে


হৃৎপিন্ডে কামনার মৌ গুঞ্জন কেবলই বাড়ছেই—
আবার মাঝে মাঝে নিরাশার হিংস্র আক্রমন


না পাওয়ার মত্ত আহাজারীতে দিগন্তে চিড় ধরেছে—
ব্যকুলতার সীমা যেন মাত্রাতিরিক্ত উপমায় পৌঁছেছে


আসন্ন জোয়ার মোহনায় দু'কুল তীব্রতায় ছিড়ছে—
অবশিষ্ট নেই কোন যতিচিহ্ন আগত ভাটার


শুষ্কতায় প্রশস্ত প্রলেপে ঢেকে গেছে সুবুজ উদ্যান—
অতঃপর প্রশান্ত চেতনায় নামে নিস্তব্ধ সন্ধ্যা


পরিশেষে গগনের বক্ষ ফেঁটে বর্ষণ হয় বিগত সব সংকল্প—
চূড়ান্ত ফলাফলে রাজত্ব করে শূণ্যের বাতিঘর
▪     ▪     ▪


রচনাকাল …
01·Oct·2013
02·45·AM