আজ নীলাভ গগনে শাদা শশীর জোস্নার দাপট—
এক বিরামহীন ধারায় অঝোর প্লাবনে প্লাবিত এ রাত


শূণ্যতার ছাকনিতে শোধিত হচ্ছে নিশির একাকিত্ব—
তবুও আজ এই ছাকনি অযোগ্য ঐ জোস্নামালা ছেকে নিতে


অপেক্ষা—
এক দীর্ঘ প্রতীক্ষা


অতঃপর চন্দ্রসুধার অনুপ্রবেশ—
নীল নীল বাতি জেলে যেন নিশ্ছিদ্র এক সাড়াশি অভিযান


রমণীর কোন বিন্দু কণাও দেখেনি কেউ—
সে'তো যোজন যোজন ক্রোশ দূরে অবস্থান নির্ণেয় করেছে অনেক আগেই


সুপ্ত সব স্বপ্নগুলোর অকালে জাগরণ তাৎক্ষণিক—
তারপর নীরবতার আচ্ছন্নে ঢেকে গিয়ে বিলুপ্তে অবতীর্ণ হবে সব'টা


মহাকালের ইতি গর্ভে মিশে যাবে আরেকটি নিষ্পাপ রজনী—
সুপ্রসন্ন ভাবনার অন্তড়ালে নিশ্চিহ্ন রবে অব্যক্ত যত প্রেম
▪     ▪     ▪


রচনাকাল …
17·Oct·2013
02·50·AM