নিরেট রাত্রি দহন হয়—
বিস্মৃতির উত্তপ্ত উনুঁনে


শূণ্যতার দেয়াল প্রশস্ত হয়—
বিরাতের বয়স বৃদ্ধিতে


এ যেন আত্মঘাতী এক নীরব যুদ্ধ—
রণক্ষেত্রে পরিণত প্রেম প্রান্তর


সু-পোক্ত যত বিষাদ অস্ত্র সমজ্জিত প্রস্তুত—
সবুজ উদ্যান লালছে ফ্যাকাশ করে দিতে


বিনিদ্র ক্রমশই ঘনিভূত হয়—
নির্জন যন্ত্রের মহড়া হয়ে


বিবেদের মতবাদ কঁম্পিত হয় কন্ঠনালী ফেঁটে—
রক্তচক্ষুর তাপ নিঃসৃত হয় সুখের পালক চিড়ে


উপসংহারে নেমে আসে অগণিত নিশ্চুপতা আর নিস্তব্ধতার বহর—
সমাপনী লড়াইয়ে ইতি নেমে আসে অমীমাংসিত সমঝোতায়
▪     ▪     ▪


রচনাকাল …
19·Oct·2013
03·20·AM