অবশেষে অকুণ্ঠ গগন সবে বিদীর্ণ হয়েছে;
সহস্রাধিক জনতার প্রত্যক্ষেই—
মুহূর্তেই সবে হারিক্যানের কৃষ্ণ আলোয়;
স্পষ্ট খুঁত দিয়েছিলো অবলা'কে


অতঃপর সমাজ থেকে যখন;
ক্রমান্বয়ে গূঢ় অদৃশ্য রহস্যটি বেরুলো—
চারদিকে তখন হৈ হৈ রব পড়ে গেলো;
বর্ণ নির্বিশেষে


চতুষ্পদি সদ্য কর্মের নির্দয় অভিযান;
আজ দৃষ্টি গোচর হয়েছে অনায়াসে —
সাক্ষ্য আজ কর্দমাক্ত মৃত্তিকা;
যার বক্ষে অগণিত যত ক্ষুর ছাপ


দু'মুখো সর্পের মাত্রাতিরিক্ত বিষের এই ফোয়ারা চিড়ে;
নির্বাক মুমূর্ষ চিত্ত মুক্তি চায়—
ডান বিবেকের ক্রমশই নিত্য দংশন;
স্বাক্ষর আঁকে নিষ্পাপ হতে


অযাচিত কর্মের  জোর চাপে;
থেতলানো মস্তিষ্ক বিকল প্রায়—
অতি দ্রুত রক্তক্ষয়ী রণক্ষেত্র হোক;
সংঘবদ্ধ ঐ পিশাচের যাপনের স্থান


পরিশেষ তবে রচিত হোক;
স্বাধীন এক নব বিপ্লবে—
কালচে কলুষ মুছে যাক;
সব নীরিহ আত্মার হৃৎপিন্ড হতে
▪     ▪     ▪


রচনাকাল …
28·Oct·2013
03·20·AM