খন্ডে বিখন্ডিত স্বপ্নের আবহে মোহের উপস্থিতি—
তীব্র প্রতিবাদে প্রকঁম্পিত হৃদয়ও প্রান্তর


কয়েকটি আধমরা যা প্রায় মৃত বৃক্ষের বেওয়ারিশ ঝরা পাতা—
যেগুলোর পৃষ্ঠা সম্মুখিন করে দিয়ে লিপিবদ্ধ চুক্তি পত্র পড়াচ্ছে


বিবর্ণ নিসর্গের ঘোলা দৃষ্টিতে অঙ্কিত পৃষ্ঠাদ্বয় অবলোকন করি—
এ যেন এক মর্মান্তিক বিভীষিকাময় ট্রাজেডির অলংকৃত ইতিহাস


নিঃশব্দে অবিরত মোহরকৃত বাক্যের সাক্ষী হওয়ার স্বাক্ষর বুঁনছি—
অবশিষ্ট প্রদীপটুকু জ্বেলে দেয় হৃৎপিন্ডের সমূহ প্রবেশদ্বারে


অতঃপর উৎসহীন যবনিকায় নেমে আসে সদ্য প্রাণ হারানো মৃত রাত—
যার রেশ ধরে বিলুপ্ত হয় অজস্র ট্রাজেডির অসহায় পদচিহ্ন


যা আবরও সভ্যতার খোলসে আবৃত হয়ে গড়ে উঠে—
শতাব্দির যুগান্তকারী একই ট্রাজেডির মহাকাল রূপে
▪     ▪     ▪


রচনাকাল …
29·Oct·2013
02·40·AM