'আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি…'
যে গানটি গাইলে প্রতিটি বাঙালীর হৃদয়, মন, প্রাণ শীহরিত হয় নিমিষেই। যেই গানে মিশে আছে এই বাংলার আকাশ থেকে মাটির সব কিছুই। যেই গান আমাদের শিক্ষা দেয় মহান দেশ প্রেমকে আরও গভীরভাবে বুকে ধারণ করতে। সেই গানেরই জনক, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কাব্যের পুরোধা, বাংলা সাহিত্যের অন্যতম একজন স্রষ্টা, অমৃত ও শীর্ষ এক উজ্জ্বলতম নক্ষত্র, বিশ্বকবি,  কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ১৫৪তম জন্মজয়ন্তীতে অনন্য এই ব্যক্তিত্বকে বিনম্র চিত্তে অপার শ্রদ্ধাভরে স্মরণ করছি।


যার লেখায় আমরা প্রাণান্ত খুঁজে পায় আমাদের সংস্কৃতি, এতিহ্য ও আবহমান বাংলার চির চেনা যত সুর। যার কবিতায় অসীম পূর্ণতায় খুঁজে পাওয়া যায় মানতাবাদ, জাতীয়তাবাদ ও মানব জীবনের সকল পর্যায়ের স্বতন্ত্র বিষয়গুলো। বাংলা সাহিত্যে যার অবদান শুধু লিখে কিংবা বলে শেষ করার মত নয়, কেবল তা একান্ত অনুধাবন ও দারুণ উপলব্ধির বিষয়। আবারও শ্রদ্ধাভরে স্মরণ করছি তাঁকে এবং তার যত সুবিমল ও নির্মল সাহিত্যের অনবদ্য সৃষ্টিকে সমূহকে যা আমাদের জীবনকে করেছে আরও বেশি সমৃদ্ধ ও সুনিপূণ সুদৃঢ়।


কবি ও কবিতার জয় হোক।


2015.May.07_04.15.PM