কাব্য পোড়া গন্ধে ভেসে যাচ্ছে একটি রজনীর তন্দ্রা।
এ যেন সমরাঙ্গণে পরাজয়ের মতই করুণ চলে যাওয়া।


আমিতো বিপ্লবী নই, নই যোদ্ধাও,
তবু এ ক্যামন তন্দ্রার চলে যাওয়া; বিদ্রোহ!


দেখে যাও তুমি, প্রিয় রাত্রিতমা।


201601120503
বাহারছড়া, কক্‌সবাজার।