শীতের গহীন অন্দরে মিশে যাচ্ছে; জীবন ও জীবান্তর।
অথচ একা নয়— বগলদাবা করে নিয়েছে দু'জন।
তন্মধ্যে একজন বেদনা; অন্যজন প্রতীক্ষা।


শীত কিন্তু প্রভাবক নয়— বরঞ্চ ঐ-দু'জন।


রাত'পোড়া দীর্ঘ ব্যবচ্ছেদে জেনেছি—
বেদনা ও প্রতীক্ষা তোমার অন্য নাম।


২১০২০৫০০০৩