দাগ; ক্ষত—
চোখ যেনো শত শতাব্দীর— নীল অন্ধকার;
ভিবীষিকার প্রাঞ্জল— প্রান্তর নতমুখাবয়ব।
অদূরে; পোড়া হাতুড়ির টুং-টাং বিষাওয়াজ,
ছেড়া কান্নার— জর্জরিত ব-দ্বীপ।
এখানে আষাঢ় হয়ে রাত্তি নামে— নিঃসীম;
অমৃত ফিনিক্সের মত: বিস্তৃত বিরহলয়ে।
আমিতো নিঁখুত— অ্যালবাট্রস কঠিন;
বেঁচে রই নিদারূণ— যাতনা গোগ্রাসে।
এখন আরও আরও সকাল আসুক— বিদ্রোহ;
বাঁচবার তাগিদ গেরদানে; হৃদপিন্ডের গহ্বরে।


১৯০৭০৮০৫০২