অপরাজিতা বৃষ্টিবাদক,
আমার পথ কভু পক্ষহীন ছিলোনা।
সে কবেকার বলেই দিয়েছি-
আমার ভুবনে যত পথ আছে,
তার সবই তোমার কাছে যাওয়ার।
অথচ এখন কিনা বলছো নিরপেক্ষ।


আচ্ছা,
যদি সব-সমগ্র পথসমূহ তোমা'পানে হয়,
তবেতো পথগুলো'সব তোমার পক্ষেই যায়।
তবু-কিনা,
পথের দূরত্বকে রেখা করে,
দিব্যি প্রতীক্ষা বুনে প্রশ্ন ছুড়ছো;
পৌঁছাতে কত দেরি।


যদ্দুর পড়েছি তোমায়,
তুমি বেশ ইতিহাসপ্রেমী।
ইতিহাস বুকে তোমার চোখের পথে পথে,
যেসব ছায়াতরু রোপেছি রক্তিম আঙিনায়।
ত্রস্তহীনতায় তাদের প্রশ্ন করো,
আমার হৃদয়পথ কতটা মসৃণ নির্মল;
আর বিস্ময়ে উৎসুক তোমার আগমনে।


অপরাজিতা,
এখন তুমিই বলো।
আসার পথে অপেক্ষা সেধে
যে অনর্থক প্রলম্বিত করছো আগমন;
সেতো তোমারই আত্মহনন।
আমাতে নয়তো কিছু।


1807210019