আগুনের ভিতরে লাফিয়ে উঠছে
নিরংকুশ মুক্তির শ্লোগান
দিল্লির পৌরণিক রাস্তা রাস্তায়
পুড়ছে শেকড়ের আত্মসুর


আমি অসংখ্য পাতা ঝরা দিনে
রক্তকমল সন্ধ্যা দিয়েছি
দিয়েছি গর্জিত রাজপথে
তপ্ত কণ্ঠের অগ্নিমথিত ডাক


অথচ জোচ্চোর শাসকেরা
চোখের অন্দরে দাবানল পুষে
লেপ্টে দিচ্ছে নারকীয় শোষণ
অনাবিল ভাঙছে সুপ্ত ইতিহাস


আকাশের শিরোপায় চিঠিলিখে
যে আগাম তর্জনীর রণ হুঙ্কার
বিশ্বস্ত সওয়ারে করেছি পয়গাম
এখন শুধু তার প্রত্যুত্তরের পালা


আমি অগণন কৃষকের ঘামে
লিখেছি আমার স্ব-পরিচয়
আমার অনুপম শ্বাসের ভীড়ে
দেখেছি জীবনের বড় যত জয়


২০১২০২০৫১৬