এইসব নিকষ শীতের রাতে হৃদয়ের করাঘাতে
হিম-শীতল ঝরা পাতার মর্মর আওয়াজ আসে
এসব নির্জন কোহেলিকা রাতের অন্দরে বাজে
পুরোনো সিন্দুকে পড়ে থাকা স্মৃতির তানপুরা


বিস্তৃত স্মৃতির শয়শয় প্রবীণ খেলাঘরে
ডাক দিয়ে যায় বয়সের সাক্ষী যত দিন
বিনিদ্র ডাহুকের রজনীতপ্ত ধ্যানে
নিরেট যত আলাপনী ভর করে ঝিম


একদিন সতেজ বৃক্ষ ছিলো নিঃসীম
অনাবিল সবুজের দারুণ সমারোহ
একদিন তৃষ্ণা ছিলো অনুপম চাওয়াই
আপোনের ভ্রমহীন তুমুল বারান্দায়


একদা সবক'টা রাতের বা'পাশের পিঞ্জরে
বসতো হৃৎপিন্ডের অনুরাগের দেন-দরবার
সমস্ত উপস্থিতিক্ষণ সদলবলে দিতো গেরদান
মঞ্চস্থ চলমান জীবনের পঞ্জীকার পত্র-পৃষ্ঠায়


অদ্ভুততার নিদারুণ বিরান বেলাভূমিতে
আজিকে নাই কোন সুখস্মৃতির শীতোষ্ণ
অথচ রাতফেটে ধেয়ে আসছে মরা পাতা
রক্তাক্ত নিউরণে ছিটিয়ে পড়ছে বিষাক্ততা


আমি কান পেতে দূর আকাশের গহীনে
লিখছি বিদীর্ণ পাতায় বিচ্ছিন্ন স্মৃতিপট


২০১২১৩২৫০৪