উহান থেকে উড়ে যাচ্ছে সময়ের বিষাক্ত দাবানল
যে পথ ধরে সুষম কুচকাওয়াজ ভেসে ভিড়েছিলো
তারও সম্মুখে আটকে যাচ্ছে পারস্য কিংবা রোম


ফিনিক্স পাখি হয়ে পাথর নয় বরং মৃত্যু গিলছে
আর ক্রমশ জন্ম-প্রলম্বিত করে হানছে লোকালয়
থরথর করে ভাঙ্গছে লন্ডন আর বিস্তৃত মাদ্রিদ


হৃদয়ের অন্দরে বেলা ফুরিয়ে যেতে যেতেই নিশ্চুপ
যেনো ধরিত্রির বুকে রোপে দিচ্ছে নিকষ অন্ধ কুপি
সহস্র বেদনাপায়ে দলিত হচ্ছে বার্লিন হয়ে প্যারিস


এখনো মৃত্যুরমুখে চুকিয়ে যাচ্ছে নিঃস্ব সন্তর্পণে
যেনো অগণন সমাধিতে লুটে যাবে চিত্তপ্রাণ
আসন্ন প্রলয়লীলায় মাতাল সিউল থেকে ওয়াশিংটন


ভীত সন্ত্রস্ত নিস্তব্ধ পরিসংখ্যানে বাজছে মৃত্যুরবীণ
শোক জাগানিয়া কণ্ঠ পড়ছে ধাবিত বিয়োগের পঞ্জীকা
বিরাণ রণক্ষেত্রে গেরদান দিচ্ছে রক্তপাতহীন ঢাকা


হে আগন্তুক প্রবাহমান আঁধারে মেতে উঠছে কোভিড
শয়েশয়ে যে দ্রোহ জিইয়ানো তুমুল আক্রোশের তলে
এসো লুণ্ঠিত করে সব বিধাতার পায়ে খুঁজি আ-শ্বীফা


২০০৪০২২০১০