চিঠির ভিতরে পুড়ে যাচ্ছে আলখেল্লা—
আর রাত্রির ভিতরে জীবন।


দ্বিধাগ্রস্থ পথে স্থায়ীহীন গ্রন্থিগুচ্ছ।
রাতের পরে রাত বসালে দুঃখের জন্ম হয়—
আততায়ি পথিকের মুখেই শুনেছিলাম।


আমি চিঠির ভিতরে আস্ত একটা
মানুষ রেখে দিয়েছি; তুমি পড়ে নিও—
মানুষটির নামঃ মন।


২১০৪০৮০৪০২