বস্তুত আমাদের বিস্ময়ভর্তি চোখ ছিলোনা।
টিমটিমে লন্ঠনের শিখায় ক্যাবল,
দুর্বোধ্য শূণ্যস্থাণ ছিলো অস্ফুট।


সামুদ্রিক  অভিযাত্রার নাবিক কণ্ঠে,
আমি বারংবার ঢুকে যাচ্ছিলাম টাইমট্রাভেলের বায়োস্কোপে।
অথচ বিস্ময়ভর চোখের তাড়নায়,
অদ্ভুত আমি হারিয়ে ফেলছিলাম তোমায়।


এত-এত কাছে; অতীব সন্নিকটে তোমার জল-শরীর আমাতে,
অথচ আমি কিনা বিভুঁই এক যাযাবর বায়োস্কোপে।


প্রিয় রাত সমস্ত আঁধারপুঞ্জী-
আমার সব্ִকটা জাহাজী লন্ঠনের আলো শুষে,
আমার করুণার্ত চোখে পিইয়ে দাও তোমার বিস্ময়ধন।
আমি জেনেছি আদিস্বর পুরাণের পত্র পাতায়,
ধরিত্রীর সকল বিস্ময় বুকে পুষে যে আঁধার নেমে বসে হৃদয় আত্মায়-
তাঁকেই আদমজাতি রাত বলে জানে।


খরুলিয়া, কক্‌সবাজার।
1808250003