বিষাদ জমা রেখে আঁধারে
ছেঁকে শুদ্ধ করি মগজ; নিউরন


মন্ত্রমুগ্ধ কামনার বারতায় ক্ষয়
বেদনার রঞ্জিত বাসন কোসন


ছোপছোপ ব্যথার মলয় দূরন্ত
ঠিক যেনো আষাঢ়ে কলমের পাল


অজস্র আগুনের ভিতরে নাচছে
অসংখ্য বিরহের নীল পরশমণি


অপলক রাত হয়ে উঠছে ঢের প্রৌঢ়া
নিষ্কলুষ হৃদয় যেনো স্মৃতির প্রবঞ্চক


আমাকে টানছে নিদারুণ স্মৃতি
প্রভাতের সমস্ত আলখেল্লা পরে


অথচ বাইরে শঙ্কিত মহাকাল
তপস্যা বুকে পোষে ফুটছে ভোর


এখনো আকাশ সন্তপ্ত কী প্রকট
ন্যুব্জ ধরণী যেনো নিকষ অভিমান


আমারতো বিদ্রোহ হওয়ার কাল
হৃদয়ের অন্দরে দারুণ দ্রোহ রোপে


অদ্ভুত আমি কভু সুখ চাইনি শুধু
কী মনোরম বিষ তবু গিলছে আমায়



২০০৬২৪০০০৬