আমারতো এমন হওয়ার কথা ছিলোনা।।
আমারতো কথা ছিলো —
সমস্ত যামিনী কষে ভোরের মিত্রতা করার;
ঊষার উদ্ভাসনে জীবনের সম্মেলন ঘটার।


আমারতো কথা ছিলো —
গোটা গগন চোখে পুষে ঘুড়ি উড়ানোর;
অপরাহ্নের হলুদ রোদে খুউব করে গা ডুবানোর।


আমারতো এমন হওয়ার কথা ছিলোনা।।
আমারতো কথা ছিলো —
রাষ্টের অন্দরে স্বতন্ত্রবোধ জাগানোর;
সমাজের আনাচার বন্ধে গর্জন হাকানোর।


আমারতো কথা ছিলো —
স্ববোধের আয়না হওয়ার স্বচ্ছ নিরেট;
মুক্তবাকে পুঁথি লেখার আমূল প্রেমে।


আমারতো এমন হওয়ার কথা ছিলোনা।।
আমারতো কথা ছিলো —
পুঁজিবাদ নিঃশেষ করে সাম্যতা ফিরানোর;
সাম্রাজ্যবাদ দলিত করে হাসি ফোটানোর।


আমারতো কথা ছিলো —
পেটের দায় ভুলে মগজ চষে বেড়ানোর;
অপশ্রমের ঘানি ফেলে স্বস্তিতে মন বুজার।


অথচ কী অদ্ভুত পরিক্রমা অদৃষ্টের,
কী নিদারুণ বেদনার তীব্রতা নিজের।
কী তিক্ত বিষের যাতনা আমাতে,
কী অসীম ষড়যন্ত্রের বিবাদে বন্দীত্বতা।


আমি কিনা হলাম সময়ের দারুণ কিঙ্কর;
পুঁজিবাদীর কালো থাবার জীবন্ত ক্রীতদাস।
আমি থরথর করে বনে আছি যেনো সুবোধ নোকর;
আমি আটকে আছি মুনাফাখোরের দাবার চতুষ্কোণে।


আমারতো এমন হওয়ার কথা ছিলোনা —
আমারকি এমন হওয়ার কথা ছিলো কভু?


২০১০১৪৩০২৩