প্রিয় আকাশলীনা-
নেমে গ্যাছে বর্ষার শ্রাবণধারা।
উদ্ভাসিত চোখে তাকাও,
আর শোণ আনন্দাশ্রুর টলমলতা।


যদি মোহরাঙ্কিত হয়ে বধির বা মূক হয়ে রও, তো হও।
তবে উদ্ভাসিত যে চোখে স্বপ্নের বীজ বপেছিলে-
বলে দিলাম, সে চোখ আর দেখবেনা মখমলের তেজসক্রীয়তা।


অতঃপর,
তোমার অন্ধত্বকে পুজি করে যদি,
বেওয়ারিশ খদ্দেররা লুটে তোমায়-
তবে নিশ্চিত জেনে নাও, তুমি আর আকাশলীনা নও;
হয়ে গ্যাছো পতিতার নব্য আরেক সংজ্ঞার উৎকৃষ্ট উদাহারণ।


রচনাকাল-
2017.Sep.09_12.10 রাত্রি।
খরুলিয়া, কক্ִসবাজার।