ওহে দুঃখগ্রস্থ রাত —
জানি তুমি চাইলেই দিতে পারো বেদনা অঢেল;
দিতে পারো একাকীত্বের বিমূঢ় যাতনার গোগ্রাস,
দিতে পারো প্রাঞ্জল বিষাদের নিকষ পরশমণি।


ওহে দুঃখ-জাগানিয়া —
চাও যদি সব-সমস্ত দাও; দাও যত নিগূঢ় বিরহের অনন্ত বিষ।
তবু একটু ছুটি দাও; হৃৎপিন্ড চেয়ে দেখি, কত ভস্মস্বর জমা ...


২০১০২৯৪০০১