প্রিয় নিঃসঙ্গ রাত,
এবার ডুবে যাও অন্তীম; রমণীর বিষাক্ত শিশিতে।
নৈসর্গের লিলুয়া বাতাস মেখে; হয়ে যাও নিশিহ্ন।


বলো একখন্ড হৃদয় আর কতটা জ্বলে; পোড়ায় চিত্তদাহ!
কতটা বিরহের দাবানল পুষলে; হিমাচল সন্ধি বনে!


প্রিয় নিঃসঙ্গ রাত,
অন্তত এবার নিঃশব্দে করো বরণ; নৈঃশব্দের নির্জনতা।
নিকষ অতৃপ্তির ঢেকুরে রোপো; প্রাঞ্জল সপোনের বীজ।


বলো একটুকরো মনন আর কতটা ভাঙে; বিচূর্ণে বিখন্ড!
কতটা বিষের বেদনা বইলে; সুখরথে প্রাণ ফিরে!


প্রিয় নিঃসঙ্গ রাত,
চূড়ান্তে এবার হয়ে উঠো শ্লীল; বুনে তুলো প্রত্যাশা।
জিইয়ানো কামনার সহস্র নিঃশ্বাস নিয়ে; গড়ে দাও তুমুল সমর।


বলো একপ্রেম আর কতটা অসংস্পর্শে; অধির ব্যাকুলে আকুল!
কতটা একাকীত্বের বৈরি দোলায়; বিপর্যস্তে হয় বিধ্বস্ত!


প্রিয় নিঃসঙ্গ রাত,
বলছি তোমায় শোণো!


2016.Apr.12_01.45 রাত্রি।