প্রিয় শেষার্ধ—
গভীর দূরত্বে জ্বলছে বেদনার শুকতারা।
নিঃসীম আগুনের ভেতরে স্মৃতিরোমন্থন।


রাত্রির প্রচ্ছন্নতায় বিনিদ্রতা জিইয়ে এলে,
ভবিতব্য সুখেরা লুটেরা হয় নৈঃশব্দে।
লণ্ঠনের দীঘল ছায়ায় অতীতরেখা আঁকলে,
বৃত্তীয় দুঃখস্রোত আছড়ে যায় সমগ্র আঁয়ুপথ।


প্রিয় শেষার্ধ—
শবদেহের আস্তীণের অন্দরে নীলাভ ক্রন্দন।
শোকগ্রস্ত সমস্ত হৃৎযন্ত্রে দ্রোহের অগ্নিপাঠ।


ক্ষয়িষ্ণু মহাকাল পুষে যে চোখ মহাপৌরুষ,
যে অধরসুধায় মোহরাঙ্কিত বিপ্লবের শ্লোক।
সেই চোখে বাড়ছে মরুভাষ্করের রূঢ় চাহনী,
অধরোষ্ঠে ঝেঁকে পড়ছে তীব্রগম্ভীর বিষাদ।


প্রিয় শেষার্ধ—
আকাশের মন ভালো নেই...


২১০৯২৫০০০৩