পোষ্য যন্ত্রণার কান্নারা সব চলে গ্যাছে,
উত্তরের আরণ্যক পুষ্পবনে।
যে দৃশ্য দ্যাখে দ্যাখে খোঁদ পৃথিবী,
ঢুকে পড়ছে বাকরুদ্ধ মহিষের চোখে।
এক প্রেমের মুক্ত দানে আষাঢ় হয়ে উঠে,
কাঠফাটা রোদ্দুরের লেলিহান অগ্নি শিখা।
সে প্রেম জানে পুষ্পবনের নিগূঢ় রহস্য,
যার প্রতাপে দুঃখরা সব মিশে যাচ্ছে সুখ রেণুতে।
.
অপরাপারে যাবতীয় রাত্তির মাধূর্যতা,
ক্রমশ হয়ে উঠছে নব শশীর রঞ্জীত বধু।
যেনো স্বপ্রাঞ্জলে জ্বলে উঠছে বহুল,
স্বউপমায় প্রত্যাশার নীরব কামনার পসরা।
.
মানুষ্য কায়দায় গেলেই আমি বিরহের কাঁটা ফুটি,
মানুষ্য পিন্ড নয়; বরং আকাশই হয়ে এলাম।
তাই নিদারুণ যত পোষ্য বেদনারা আমার,
চলেছে উত্তরের আরণ্যক পুষ্পবনে।


.
১৪২৩.ভাদ্র.০৪ | 2016.Aug.20_03.20 রজনী।