তবু কেউ একজনা শিউরে আসুক; দাঁড়াক;
বলুক নরম কণ্ঠে—


তোমার বড্ড অসুখ করেছে;
একলাটির অসুখ।
তোমার নয়ন জুড়ে বাসন কোসন;
যেনো বেদনার ঝমঝম আলখেল্লা।
তোমার চুলগুলো সব বড় নিঃসঙ্গ;
যেনো সহস্র বছরের দুস্তর মরুর বিজন মহীরূহ।
তোমার অন্দরে দারুণ এক নৈঃশব্দের—
এত এত দখলদারিত্বের উচ্ছ্বাসিক্ত মহড়া।
বলোতো, কতটা নিকষ ব্যবধানে পুষেছো—
হৃদয় জুড়ে আঁধারের নিখিল  চাষাবাস।
আরও কত কী...


হঠাৎ মন্থর পায়ে আরেকটু ঘেষে সরে বলবে;
প্রচন্ড রাত করেছে পৃথিবী, এবার শোও।


অথচ আমার এসবে আগুনের জল হওয়ার কথা,
প্রেয়সির উন্মাদ তাড়নায় মাতাল হওয়ার কথা;
নয়নের ভাঁজে চুপচাপ আলো মেখে নিদারুণ,
উদ্ভ্রান্ত যেনো অলিক স্বপোনের কারিগর বনার কথা।


২০০৭৩১১৫০৩