রজনীর ক্রন্দনমালা বাষ্প হয়ে উঠে যেতে যেতে,
হৃদয়ের অন্তরীক্ষ বিদীর্ণে চৌচির হয়ে এলো।
বিনিদ্রতার উত্তাপ অনল শিখার ইন্দ্রজালে,
গেঁথে যাচ্ছে অগণন প্রত্যাশার খোয়াব।
স্বপ্নভুখ নেত্রপাড়ে বিষাদের তীব্র উত্তাল সিন্ধু,
তারই স্রোত ধরে তলিয়ে যাচ্ছে প্রতীক্ষার দৃঢ়তা।
তিমিরের কাটা ছুঁই ছুঁই পেন্ডুলাম যত বিষাদদল,
ত্রস্ত ব্যালকনী রাত্তির বাহুডোরে বন্দীত্বের নিলামে।
পূবালী জানালার কাঁচ জুড়ে রাত্রির কাব্যলিপি,
অথচ সে কাঁচের উল্টোপিঠে লেপ্টানো প্রিয় মুখ।
আজ দখিনার জনালায় জড়ানো লালচে বস্ত্রের প্রলেপ,
যে বস্ত্রের ভিতর বাহিরে ডেকে চলে এক রাত্তির ডাহুক।



2017040330
বাহারছড়া, কক্ִসবাজার