এখনো লেগে আছে দগদগে স্পর্শ
হৃদয়ের মাদুরে সাজানো দস্তরখান
এখনো বেজে চলছে মাতম-হাসির
খিলখিল চঞ্চলতা সুললিত চাহনী


আমাকে সহস্রবার ডেকেছে দূরত্বরা
অসীম বেদনার ঝমঝম আলখাল্লা
অনুনয় বিকিয়ে বলেছে ছেড়ে যেতে
কোমল আহবানে মিশতে আঁধারে


আজও হাওয়া আসে সুবিমল বেণী
দীঘল কেশে মুগ্ধতার অনুপম শ্বাস
আজও দখিণা দুয়ারে উড়ে আঁচল
ভেসে আসে কাজলের মোহিত কৃষ্ণ


আমি সমস্ত অনুরাগ চেপে নিকষে
নিবিড় বাতায়নে করিনি দুঃখলাপ
আমি বলিনি স্বাক্ষী যত তিমিরের
কোরাসে দরাস কণ্ঠে রচনার পৃষ্ঠা


একদা হেমন্তের বিপ্লবে বিক্ষিপ্ততা
বিদীর্ণতা বেয়ে নামছে দ্রোহযোগ
সচকিত হৃদয়ের আঙিনায় ছোঁয়া
নিটোল পরমতা সে যে সু-সন্মিত্রা


সন্মিত্রা প্রিয় বদনের সুনয়না হৃদি
হয়ত ক্ষেত্রনিয়মে পরিচয় অস্পষ্ট
তবুও তুলে রাখি আপোন সযোতন
ভুলবার মাত্রায় বেঁধেছি মৃত্যুর ডাক



উৎসর্গঃ-
আমার পরমাত্মার বন্ধু, প্রিয় ছোট আপু- সুমি'কে।
যাকে আমি সন্মিত্রা বলে ডাকি।


২০১২২৫০০২৩