প্রিয় আরণ্যক —
আবার যুদ্ধ হবে–
হৃদয়ের মাস্তুলে রাইফেলস তুলে নিয়ে;
হাতে হাতে গুজে দিবো গোলাপের পাপড়ি।


বেদনার করাঘাতে হুলস্থুল কখনও
তীব্র বিকেলের নরম আলো নুয়ে এলে;
আমরা মুখে মুখে গোলাপধ্বনি দেবো
হৃৎপিন্ডের অন্দরে পুষবো জ্বলন্ত শ্লোগান।


রাজপথ যুদ্ধের দামামায় যখন সয়লাব
তখন ঠোঁটে ঠোঁটে বজ্র মশালের কুপি;
প্রিয়তমার উষ্ণ চাদর ছেড়ে সব আলাপন
হয়ে উঠবে নির্নিমেষ জ্বালাময়ী অগ্নিকণ্ঠ।


সমস্ত যৌবণের সুরভি যখন বারুদ
তখন প্রেম হয়ে যাবে অন্ধগলি;
পৃথিবীর তাবৎ প্রিয়তমা হয়ে উঠবে
একেকজন মহীয়সী মানবজনমী।


প্রিয় আরণ্যক —
কোন ব্যথার ফোয়ারা নয়;
নয় কোন দুঃখের জোয়ারস্রোত।
আবার যুদ্ধ হবে; লাল রণক্ষেত্র,
কথা দিলাম ...



২০০৯২২০০১৭