আঘাতে আঘাতে রাত ভোরলয়,
ত্রস্ত বেদনা পায়ে অসুস্থ পৃথিবী।


ধীর সমগ্র বুকে পেতে নিশ্চুপ হাহাকার,
ধরণী ন্যুব্জ দারুণ করোনার মহমারি।


বিস্তৃত হৃৎ'সব পুড়ছে নিকষ দ্রোহে,
অথচ আগুন ভুলেছে তার স্বধর্ম ভাষা।


এত বিষাদ এত বিয়োগের তীব্র ভ্রমণ,
নিথর ধরা যেনো পীড়াক্রান্ত ব্যথার দলা।


নির্ঝঞ্ঝাট আশার পাদপ্রদীপ জ্বেলে তবু,
গেরদান করি শ্লোগান মুখরিত জয়োল্লাসে।


একদিন সকাল হবে; লিখা হবে দেয়ালিকা,
ভালো আছে পৃথিবী; ভালো আছে বসুন্ধরা।


২০০৩২৮৪৫০৫