এইযে ভুলে যাচ্ছে অতীত
স্মৃতির শাদা করোটি
দুপুরপোড়া বৃষ্টি; ঝড়
আকাশ-চিবুক মেঘালয়া


এসব মেখে বিতৃষ্ণ শহর
অস্থির জমজম জনপদ
কাকভেজা রূপসীর তাড়া
উত্তাপ টংঘর কাপ-পিরিচ


এইযে হারাচ্ছে খোয়াব
বিনিদ্র রজনীর হাক-ডাক
পাতানো চোখের শোকবাচ্য
ধূসর-বিবর্ণ আলেয়ার ঢল


ওসবে মূর্ছামূর্ত এইদিন-দুপুর
নির্লিপ্ত ক্রন্দনের হাহাকার
বেদনার সুষুপ্ত বাতায়ণ
নিকষ দহনে মানবজমিন


সেসব ভাবতে ভাবতেই
বয়োবৃদ্ধ সময়ের মহাকাল
সভ্যতার নির্জন আঁধারকুঞ্জে
নিরেট ভুলে যাচ্ছে অতীত সমগ্র


২০১৯০৬১৩৩০১৪