বুকের ভিতর কিছু প্রেম পোষো প্রিয়তা—


না প্রচ্ছন্ন আগুন, না বিভ্রমের দাবানল;
না তেজস্বীর স্ফুলিঙ্গ, না বিভ্রাট মতিচ্ছন্ন—


বেদনার পায়ে বরং ক্রুদ্ধ নুপুর নয়,
বিরহকে সরিয়ে লালভ করো ঠোঁটজল।
যে আঁখিপাতে কোমল লেপ্টানো কাজল,
ওখানটায় দগদগে মেজাজ নয়—
বরং সেটে দাও শতশত রক্তগোলাপ।


কভু তোমায় ছুঁয়নি কোনওদিন,
নির্জন বসন্ত; বিষাদের দিনকালেও নয়।
অথচ বুকের প্রকোষ্ঠে; নিঃশ্বাসের নৈঃশব্দে—
সে বীষম বেজে যাচ্ছো অবিরাম; জ্যোৎস্না স্নানে।


কী অদ্ভুত—
রাত্রির আঁধারে স্মৃতিপঞ্জীকা খুললে;
দলেদলে গেরদান দেয় তোমা'নাম।
আলোচ্ছল জোনাকির পাল—
দিকহারা ঝিঁঝিদের নিটোল নীরবতা।


বুকের ভিতর কিছু প্রেম পোষো প্রিয়তা—
তদপর নীল চাদরে মুড়ো করো আকশে;
প্রাপকের স্থলে লিখে দিও গন্তব্য।
যে গন্তব্য জানেনা কেউই; কোনওজন—
তুমি কিংবা আমিওনা।


২০০২২৪০০৩০