ভীষোণ মন খারাপ করে গেলে হঠাৎ
চোখের তারায় সন্ধ্যা বসিয়ে জানালায় এসো।
আমাতে যাপনে যেসব ঘৃণার হেমলক হয়েছে
তার শিসিতে আমার সমস্ত মোহ জেনো।


এ তুমি আমার উপহাস বলো কিংবা
তোমাতে নিরেট অবহেলার ব্যাঙ্গ।
এ আমার সোনালী আকাঙ্খার তপস্যা
জমানো গৌরবের অনুপম শতপ্রেম।


মনে পড়ে, বৃষ্টিস্নাত সন্ধ্যার অগোচরে একদা
তখন প্রচন্ড দিকভ্রান্ত বাতাসের তর্জন।
আকাশে বজ্রজন্মের বিমর্ষ চিৎকার; গর্জন
তোমার আঁচল গলে ছুঁয়েছিলাম কাঁচের চুড়ি।


ভলোবাসা হারালে রক্তিম মেঘ হয়ে যায়
প্রেমিকা হারালে পৌরুষ হয় বৃক্ষহীন মরু পর্বত।
স্মৃতি বিস্মৃতির জ্বলজ্বলে ফোয়ারায়
ঘনিয়ে আসে অকাল মৃত্যুর পয়গাম।


আজ চিরায়ত প্রেমের কথা বলতে আসিনি
এসেছি বিচ্ছেদ আর বিষাদের নতমুখ দেখতে।
ভীষোণ মন খারাপ করে গেলে বৃষ্টিসন্ধ্যায়
হেয়ালিতে চুল বাঁধিও দখীণার জানালায়।


201905032000