অনন্তের পথে পথে হেঁটে যাচ্ছে
তোমার ছায়া।
উদ্ভ্রান্ত সহস্র দুপুরের অগ্রদেশে
বেণীগাঁথন চুল।


আগুনের বায়োলিনে অপরাহ্ন
মনে পড়ছে।
আরও পড়ছে শত সম্মোহনী
নিবিড় কলতান।


মনে পড়ছে সহস্র সন্ধ্যার আবগাহন
কী নিবিড় একাকীত্ব।
বয়ে যাওয়া নিদারুণ সেসব রাত্রি
বিস্মৃতির দুর্দান্ত বাতায়ন।


আমার আরও মনে পড়ছে
বিদ্রোহ কুসুম।
বিচ্ছিন্ন খোয়াবের আমলনামা
রাত্রির জড়তা।


কখনো আকাশ দেখার তীব্র ভোরে
মেঘলা চোখে বৃষ্টি মাখা।
কখনো বিনিদ্রতার অমোঘ নেশা
মনে পড়ছে খুউব।


তার; তারওপরে বিষাদ এসে ঝলমল
এগিয়ে দিয়ে চূর্ণ কলম —
লিখতে গেলাম ভিন্ন পৃষ্ঠাঙ্ক....


দুঃসহ পলেস্তারা খসে পড়ছে
বিদ্ধস্ত সন্ধ্যার বাহুডোরে।
এখানে চোখভর্তি সাগর
রাত্তির তুমুল বয়ে যাওয়া।


২০০৮১৮৩০২২