ধরো একদিন—
প্রচন্ড এসব শীতল বিকেল উড়ে যাচ্ছে;
বিবর্ণ বেদনার মরুঘাটে—
সমস্ত আলেয়ার আলোসব দিকবিদিক;
যেনো ত্রস্ত অর্শ্ব দলের পঙ্গপাল নিদারুণ।


ততক্ষণে সন্ধ্যা জেঁকে বসেছে রাতের দুয়ারে;
কাতর আলাপনের ভাঁজে জ্বলছে একাকীত্ব—
আমাদের তখনও জন্ম হয়নি বরং, কোনক্রম;
আমরা শুধু দূরত্বের খোরখাতায় অবিভাজ্য।


শূণ্যতার কোলে—
ভারাক্রান্ত নিকাশ চষে;
যে জীবন পঞ্জীকা গেরদান দিচ্ছি।
তার ভিতরেই নিকষ দুরূহপাঠ;
বীষম অচেনা; অপরিচিতা আঁধার।


অথচ—
আমার প্রিয়তমার নাকফুলের নাম দিয়েছিলাম;
সুর্যগ্রন্থ।


2001275016