ভয়ে কেঁপে উঠছে নাগরিক জীবন সমগ্র
অথচ বাহিরে মাতাল বহিছে হাওয়া
দলছুট বৃষ্টির আঁধার মিতালী ব্যাঞ্জনা


ত্রস্ত বিষাদের গায়ে নিকষ আড়ালতা
যেনও ছোপ ছোপ বিষন্নের আলখেল্লা
আরও আরও দূরে হারানোর যতিচিহ্ন


এখন দীর্ঘ রাত্তির সমূহ বেদনাসার
একলা রাখালিয়ার বিরহ বাঁশি যেনও
খুউব যতনে কাউকে মনে পড়া বারণ


চেতনার অমোঘ আয়োজনে বাড়ছে জীবন
জীবনের মোহরাঙ্কনে ধেয়ে আসছে মৃত্যু
অন্ধের যষ্টি বনে কী অদ্ভুত তবু মানছিনা বিনাশ


তখনও এতটা বিগ্রহ হয়নি সেকাল বরোষায়
তখনও এতটা বিদ্রোহ হয়নি ঝুম শরতের ঠোঁটে
কিন্তু অধীর বধির হয়ে এখন নিশ্চন্তে হচ্ছে—
মন খারাপের প্রশস্ত স্বপ্নভঙ্গ



২০০৭১৯২০০২