শিকল বেঁধে রেখে আগুনের গায়ে
কী সভ্যতা শেখাও বিনিদ্র রজনী
ঝাঁজালো কণ্ঠরোধে প্রকান্ড চেতনা
দিগ্বিদিক মুছে দিচ্ছে সত্য মোহিনী


শঙ্খিনী বেজে উঠছে অনতিদূরে
দুতারায় ম্রিয়মান ধাবমান দ্যুতি
ধরণীর গায়ে কোমল লেপ্টানো
হিংস্রতার কলুষিত অজস্র জ্যোতি


যদি সহস্র বেদনার রাত্তিরা শেষে
কোনদিন নেমে আসে মিছিল পূর্ণ
উত্তাল রাজপথে শ্লোগানের বারুদ
বজ্রের গর্জনে শিকল ছিন্ন চূর্ণ


এখানে আবার আসুক রণক্ষেত্র
আসুক আলোর মসৃণ শিবির
এখানে মুছে যাক যত অন্ধ আঁধার
যুদ্ধের দামামায় দেখা হোক নিবিড়


ফুটুক আবার সুবিমল সুবহে সাদিক
প্রস্ফুটিত জীবনের সবুজ উদ্যান
জীবনের আয়োজন ভরে যাক মহিমায়
হৃদয়ে হৃদয় রোপে হোক প্রেমখ্যান


২০০৬০৮২০০৩