যদি মাতাল এ-শহরের বিশ্রী সময়ের করতলে ধ্বনিত হয়,
কোন অভিশপ্ত নগরীর নিকষ পদধ্বনি।


যদি রাত সমস্ত আঁধার আবৃত করে তীক্ষ্নতর থাবায়,
নিস্পলক অবলার অক্ষির সতেজ কাজলের ডাগর।


যদি পৃথিবীর মানচিত্র ফেড়ে উঠে দগদগে আচড়ে,
কোন প্রৌঢ়া শকুণীর বিধ্বংসী নখরে।


তবে বিস্ময় সময়ের প্রতিজ্ঞায় বলছি-
যে মাতাল রাত নেমে গ্যাছে অভিশপ্ত গলির অলিতে।
যে আঁধার কেড়েছে টানটান চোখের টইটুম্বুর কাজল।
যে মানচিত্র বিক্ষত জরাজীর্ণ শকুণীর গ্রাসে।


আমি সেথায় প্রদীপ্ত দ্রোহের বারুদে আসবো ফিরে নির্বিবাদ,
লালাভ রঞ্জীত রণক্ষেত্রে ধুলোঝড়ে অশ্বারোহী হয়ে।
যে পথ নির্বাক চলেছে লুণ্ঠনের অগ্রপথে,
সে পথের অন্দরেই আমি এঁকে দিবো দৃপ্ত মশালের কুপি।


আমি আসবো ফিরে;
কথা দিলাম…


2017.Nov.02_10.30 রাত।
বাহারছড়া, কক্ִসবাজার।