শুভ্র প্রিয়তা,
বুঝের মন্থর সবুজ চিত্তা হরিণী;  প্রেয়সী অনন্যা।
পূর্বের আবহে মেলে কর্ণ যুগলের ডানা; শুনো নিদারুণ,
বেজে যাওয়া নৈঃশব্দের নীল কান্না; অস্পর্শের বিষাদ।
ভুলে গেছি আমি সে ক্রন্দনের রোলের বিষে,
তোমার কোমল ভরা হাত; ভরা যৌবণা  দু'নেত্রের চাহনী।
ভুলেছি অবিরাম স্মৃতি গড়ার বর্ণীল সময়কথন,
তোমার অধরোষ্ঠের যত উত্তাপ; গ্রীবার নতডাক।
তোমার নিস্তব্ধের নিশ্চল বিমুখতায় নির্বাক,
দ্যাখো অবিশ্রান্ত দহিত এ অক্ষিদ্বয়ের অবদমন।
অথচ সে অক্ষির অন্দরে পোষা আছে নির্বিবাদ,
তোমার ছোঁয়ার সতেজ সংস্পর্শের আকুল কলতান।
কী দৃঢ় রূঢ়তায় যেনো তুমি হিংস্রের প্রতিমূর্তি,
যেনো খোদ জেগে আছো এক পিশচের অনুপম মানবী।
আমিতো হৃদয়কে হৃদয় ভেবেই করেছি সমর্পন; এই মম প্রাণ,
যদি সে হৃদয়কে করে রাখো পাথর তবে লোকালয় নয়; বনবাসী হও।


1705021500
খরুলিয়া, কক্ִসবাজার।