উত্তরে সিঁধকেটে উড়ে যাচ্ছে,
নাগরিক গণ'অভ্যুত্থানের লণ্ঠন।
তোমাদের দোয়ারে আগুন নিতে এলে,
আলো নয়; বরং ভোর ধরিয়ে দিও।


আজকাল রাতেরা সব খসে পড়ছে,
যেনো প্রত্নতাত্ত্বিক দেয়ালের পলেস্তারা।
বেদনাসিক্ত বিষাদ ঠাসা মখমলে;
যদি কখনও সকাল নেমে আসে-
তবে গোত্রিয় কিতাবে মোহর করে দিও,
এই ধরিত্রীতে রাত বলে কিছু ছিলোনা।


অজস্র আকাঙ্ক্ষার অন্দরে,
যে রব বেজে যাচ্ছে তুমুল।
তার আভিধানিক পরিভাষা,
আগ্নি সমেত আলো নয়; তথাপি ভোর।


তাই তোমাদের দোয়ারে কভু;
কেউ আগুন নিতে এলে লণ্ঠনে,
আলো নয়; ভোর ধরিয়ে দিও।


২০০৩২৯১৫০৫