হৃদয়কে আঘাত করেছি
তপ্ত বেদনার মরুঘাটে


কোন এক সজীব সকালে
পৃথিবী জেগে উঠলে ভোর
আমরা স্বদলে নেমে যাবো
হৃদয়কে আঘাত করতে


তখনও বেদনার মরুঘাট
পর্যাপ্ত পটু নয় আঘাতে


বিভ্রান্ত দিনের চোখেমুখে
অসংখ্য বিভ্রাট পথিক দেখে
পৃথিবী জন্মাবেনা কোন ভোর
বেদনার মরুঘাট খুলবেনা দোর


অথচ আত্মঘাতী পথিকের পাল
হন্য হবে স্বহৃদয় দহনের প্রতিজ্ঞায়


মহামারির পরিক্রমায় লিখিত
আমি নাকি তখনও স্বপ্রাহারিত
আগুনের তীব্রগম্ভীর শিখায়
অনাবিল দহিত রাষ্ট্রিয় উনুনে


তবুও সকাল আসবে একদা
আর আঘাত হানবো হৃদয়ে


অতঃপর পোড়ামাটির কোন শহরে
বজ্রধ্বনি হবে গর্জনের কণ্ঠে
যে হৃদয় পঁচে যায় রাষ্ট্রিয় ব্যথায়
সে হৃদয় আঘাতে নষ্ট করাই শ্রেয়


তবুও সকাল আসুক নিদারুণ
আয়োজন হোক বিরহের দামামা


২০০৩৩১০৫৫৫