সুন্দর অবয়বের নিচে নষ্ট মন
কি তার চাহনি,কি তার মনন?
সভ্য মানুষ,অসভ্য হৃদয়
এমনতো সবার নয়।


অসুখে পচন ধরে শরীর।
অপ্রকাশিত চিন্তা করেছে পাগল ;
কুটিল চিন্তা করেছে সরল।
ভিতর কালো,বাইরে সুমধুর।


সত্য প্রকাশিতে ভাঙ্গে ললাট,
চাটুকারিতায় খুলে কপাল।
অন্ধকারের নেই তট,
আলোর মিছিল মাটির তল।


কুটিলে সে আজ সরল,
সত্যে সে আজ গরল।
অসাধুতায় আজ তুমি দরবেশ;
সাধুতায় আজ সে অশেষ।