দূর আকাশে কি সুন্দর মায়াবী চাঁদ!


রুপালি আলোক ছটায় প্লাবিত আজ সব।


অথচ তুমি ঘরে বসে আছো!


চলো দুই জন ভিজব এই জ্যোৎস্নায়।


কিন্তু কি আশ্চর্য!


চারদিকে কেন এত কৃত্রিম আলোর উপস্থিতি?


চাঁদনি রাতে কৃত্রিম আলো বড্ড বেশি বেমানান,অনাকাঙ্ক্ষিত ও অপাংক্তেয়


তাই সমস্ত কৃত্রিম আলো বন্ধ করা হোক।


প্রয়োজনে হাইকোর্টে রিট হোক


রুল জারি করা হোক


কিংবা সংবিধানে নতুন অনুচ্ছেদ যোগ করা হোক


চাঁদনি রাতে এই শহরে কেবল তোমার আমার আর চাঁদেরই হোক আধিপত্য।