চাল নেই চুলো নেই                    
নেই বাসন-কাসন,                    
কি করে কি করি !                    
অথৈ জলে জীবন ।                      


ভেলার উপর ঘর বেঁধেছি                  
মনের উপর জোর করেছি,                  
বাঁচিছে জীবন সদা এমনি                        
আসুক না ঝড়, বন্যা যেমনি ।                  


রৌদ্রে শুকাই জলে ভিজি                        
এইতো জীবন, আমরা মানুষ !                
চোখের জলে সাগর করি                          
ষোল কোটির নেই তো হুশ।


শিশুদের চোখে জলের পাহাড়
আচলে জল শুকাই,
কত্ত রাত্তির রয়েছি গো নিদ্রাহীন
অনাহারে দিন কাঁটাই ।


বন্যার জলে চোখের জলে
মিশে একাকার,
দুই জলের আলাদা করার
সাধ্য আছে কার?


৪ ভাদ্র, ১৪২৪।