মাগো তোমার অভাব আমার হয় অনুভব রোজ
তোমার মত এখন কেউ আর নেয়না আমার খোজ-
তোমার মত আমায় নিয়ে কেউতো ভাবে না-
হারিয়ে গেলে মা কোথায় হারিয়ে গেলে মা!!
ভালোবাসায় জড়িয়ে মাগো নেয়না কেহ কোলে
স্নেহমাখা হাত বুলায় না আমার অসুখ হলে-
খুধা পেলে মজার খাবার কেউ খেতে দেয়না-
হারিয়ে গেলে মা কোথায় হারিয়ে গেলে মা
কেমন আছি জানতে চেয়ে কেউ করে না ফোন
কেউ বলে না আসবি খোকা বাড়িতে কখন?
দিন মাস বছর চলে যায় বাড়ে যন্ত্রণা-
হারিয়ে গেলে মা কোথায় হারিয়ে গেলে মা
মহান রবের হুকুম ছিল তাই দিয়েছো ফাকি
এতিম হলাম আমরা হলো অশ্রু সজল আখি-
তোমার তরে রবের দয়া করি কামনা-
হারিয়ে গেলে মা কোথায় হারিয়ে গেলে মা