ছোট্ট একটি যন্ত্র সধা
হাতের মুঠোয় থাকে
নারী পুরুষ  সবাইকে সে
ব্যস্ত করে রাখে।


দুরের খবর অনায়াসে
জানিয়ে দিতে পারে
এই পৃথিবীর এপাড় ওপাড়
দেয় সংযোগ করে।


খুব জরুরত কাজগুলো সে
দেয় করে তা ঠিক
তরুণ যুবার জীবন নাসে
থাকে সে নির্ভীক।


ঘর ভেঙ্গে দেয় নীদ কেড়ে নেয়
জীবন কাড়েও মাঝে
তবুও এই মানব জাতি
সবাই তারে খোজে।


মানুষের কল্যাণ কামনায়
হয়েছিলো আবিষ্কার
ব্যবহারের তারতম্যে আজ
হচ্ছে ক্ষতি পরিষ্কার।


সঠিক পথে করলে গ্রহণ
আর না ক্ষতি হবে
এসো ভুল পথে নয় সঠিক পথে
গ্রহণ করি সবে।
(AB18022020)