"ভালবাসা"
———————
ভালবাসা নয় বট তলে বসে হাতে রেখে হাত-
ভালোবাসা যদি তাহা হয় সে তো মহা-পাপ,
ভালোবাসা নয় কপোত-কপোতারি অনৈতিক চুম্বন
ভালোবাসা হলো মহান নারীর রক্ষা করা সম্ভ্রম।
ভালোবাসি যাহাকে আমি, কেমনে বলি কথা-
তাহার সুখে ভুলে যাই শত হাজার ব্যথা,
সে-তো ভালোবাসা-
তাহার দুখে থাকবো পাশে এটাই আমার আসা।
তুমি নর নও ভালো যদি না বাস নারী -
তুমি কাপুরুষ একথা সত্য বলিবো যে আমি।
তুমি দেখনি জগতে এসে ছিলো যতো মহা-বীর-
নরেন্দ্র রাজ্যের'র চেয়েও মুগ্ধ ছিলো নারীর!
ছলনা করোনা কখনো যাকে বাস ভালো-
ঘরে এনে দেখনা সে ঘর হবেই আমি।
বলি কি ভালোবাসা নহে পাপ, নহে তো খারাপ-
ভালোবেসে ভোগ করো এতো পাপ-মহাপাপ,
ভালোবাসা কক্ষনো করে না,নারী'কে বস্ত্রহীন-
তাহা যদি করো তুমি,মনে রেখ তুমার জীবন ক্ষীণ।
নারী তুমি অনেক মহান, তুমি মায়ে'র জাতি-
সম্মান করি তোমায়,ভালো যে বাসে দিও না তারে ফাঁকি!
ভালোবাসি যাকে আমি, কক্ষনো কি পাবো তাকে?
শুধু দোয়া করি সর্বদা থাকিও মহাসুখে।
(সমাপ্ত)
...........